আষাঢ় আমার ভিষণ প্রিয় মাস


আষাঢ় আমার ভিষণ প্রিয় মাস
বৃষ্টি ঝরা করোয়ান্টিন দিন
চাতর ভূইয়ে দূর্বা কোমল ঘাস
টিনের চালে বাজে রিনিক-ঝিন।


আষাঢ় ফোটায় কদম কেয়া ফুল
চাষার ধকল আমন চাষের ভূই
রঙধনুদের রঙের হুলস্থূল
মন যে চাহে একটু তারে ছুঁই।


আষাঢ় কবির কলম চাষের ক্ষণ
সৃষ্টিসুখে তৃপ্তি থাকে দিল
গাছের শরীর সবুজ আলিঙ্গন
পাতার ভাজে দারুণ অন্তমিল।