আষাঢ়


আকাশ মাঠে মেঘ ছুটে যায় বৃষ্টিঝরা ক্ষণ
তপ্তজমিন ঠাণ্ডা এখন সবুজ হলো বন।
মাঠের পরে মাঠ ভিজে যায় বাদল বাদল দিন
টিনের চালে নুপুররবাজে বাজে রিনিক ঝিন।


মেঠো পথে কাদা জমে পা চলে না পা
ধানের চাষে ব্যস্ত কৃষক জেগে ওঠে গাঁ।
জল ছুটে যায় নদীর পানে কীযে মনের মিল
অগাধ জলের ছড়াছড়ি উপছে ওঠে বিল।


পাওয়ারটিলার সাতরে চলে চষে ধানের ভূঁই
চিংড়ী ঘেরের বেঁড়িবাধে করে যে ধুইধুই।
আষাঢ় আসে বর্ষা নিয়ে ব্যাঙের কণ্ঠে গান
মাঠ ভিজেয়ে ঘাট ভিজিয়ে জুড়ায় মনপ্রাণ।