আকাশ জুড়ে মেঘ থমথম
অসময়ে বর্ষা,
কার্তিক মাসে বান ডেকেছে
নেইতো মনে ভরসা।


ফুলাধানে বাতাস পেয়ে
লুটিয়ে পড়ে ভূইয়ে,
ঝরঝরানো বর্ষা নেমে
দিচ্ছে সবুজ ধূইয়ে।


ধানের মায়ায় চাষী আমার
তুলছে গালে হাততো,
দুর্ভাবনায় দিন কেটে যায়
খাচ্ছে না সে ভাততো।


স্বপ্নগুলো এলোমেলো
ধড়ে চাষীর পরাণ নেই
প্রকৃতির এই বারীধারায়
কারো কিছু করার নেই।