রবীমামা পূবে হাসে
ঝিকিমিকি সকাল আসে
কাঁচারোদে বুক পিট পেতে
কতো মজা পিঠা খেতে!
টাপুর টুপুর ঝরে
চাপুর চুপুর করে
শিশির বিন্দু ফোটায় ফোটায়
মাচায় শিমের বোটায় বোটায়।


হাওড় বাওড় ঘিরে ঘিরে
বার বার বাংলায় আসে ফিরে
কত শত নানান রঙের
সাদা কালো নানান ঢঙের!
আসুক যতো পারে
বাংলার প্রাণ ভরে।
উড়ুক ওরা মুক্ত ডানায়
এদেশ মাটির কানায় কানায়।