চৈত্র


চৈত্রের বেলা বড়
ফাটাফাটি রোদ্দুর
খালে বিলে চৌচির
চোখ যায় যতদূর।


দিনে দিনে তাপ বাড়ে
আগুনের ফুলকি,
পিপাসায় বুক ফাটে
ওঠে পরাণ দুলকি।


ঘাম ঝরে শরীরে
করে তোলে অস্থির,
হাত পাখা নাড়ানাড়ি
খুজে ফেরে সস্থির।


গগণে গনগনে
আগুনের কুণ্ডু,
চোখে মুখে ক্লান্তি
ঘুরে আসে মুণ্ডু।