এক যে ছিলো দুষ্ট খোকা
ধরতো পাখির ছানা,
চড়তো গাছে ভাঙতো বাসা
শুনতো না সে মানা।
.
পাখির মায়ের কষ্ট দিয়ে
খোকা যে সুখ লুটতো,
যোজন যোজন মাঠ পেরিয়ে
পাখির পিছে ছুটতো।
.
টুনটুনি ও শ্যামা প্যাচার
বাসার খোঁজে খোকা,
নাওয়া খাওয়া যেতো ভুলে
দুষ্ট সে একরোখা।
.
গুলতি দিয়ে মারতো পাখি
বন বাদাড়ে ঘুরে,
কালবৈশাখীর ভাঙ্গা গড়ায়
বৈশাখী রোদ্দুরে।
.