ঈদের ছড়া
মুহাম্মদ ইব্রাহিম বাহারী
             ১.
শাওয়ালের চাঁদে এলো ঐ ঈদ
সুরঝঙ্কারে তাই  বাজে সংগীত
স্বপ্নরা লুটোপুটি বুক টান টান
মেহেদীর আল্পনায় ঈদ আখ্যান।


আশা আর আনন্দের হৈ-হুল্লোড়
ঝিকমিকে সজ্জিত মোল্লার মোড়
লাল নীল কাপড়েই স্বাগত গেট
গুলশান বনানী নিউমার্কেট।


দেয়ালে গাছে মাঠে তাই চুনকাম
ডেকোরেশন কাজে কেউ করে ইনকাম!
মিটমিটে আলো জ্বলে রাত আর দিন
ঈদের-ই সওগাত মখমল জরিন।
              ২.
গিন্নী আমার সোহাগ করে বললো সেদিন রাতে,
বোনাস পেলে ঈদের শপিং করবে আমার সাথে।
বউয়ের কথায় খুশি হয়ে আমি ও উদ্দীপ্ত
হান্ড্রেট পার্সেন্ট বোনাস আমার করবে পরিতৃপ্ত।
কি আনন্দ বোনাস পাবো শক্ত বুকের পাটা,
করবো আমি বউয়ের  সাথে ঈদের কেনাকাটা
আশ্বাসে তাই বউ আমার করলো বিশাল লিস্টি
পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাসে বাড়লো অনাসৃষ্টি।
বউয়ের খুশি করা এখন নেই কোনো আর  সাধ্য
ঈদটা এখন আমার কাছে কঠিন উপপাদ্য
        ৩.
ঈদ মানে দুঃখ
ঈদ মানে জরা
ঈদ মানে টেনশন
হৃদয়ের খরা।
ঈদ এলে ফুসে ওঠে
ছেলে মেয়ে গিন্নী,
সারাক্ষণ চাই চাই
একটু ও থির নি।
বেড়ে যায় ঘরে ঘরে
কর্তার জ্বালা,
জামা চাই,জুতো চাই
কানে লাগে তালা।
এমনিতেই সংসারে
অনাটন কত,
ঈদ মানে যন্ত্রণা
দুর্গতি শত।


ঈদ কেনো আসে?
মানুষের দুর্দশা
দেখে চাঁদহাসে!