পড়তে বসে হয়না পড়া
মা বাবাদের শাসন কড়া
যাই হারিয়ে দূরে,
ঝাউয়ের মাথায় দুলবে লতা
তাদের সাথে বলবো কথা
কোন সে অচিনপুরে?


গাছের তলে থাকবো আমি
কেটে যাবে দিবসযামী
পাখির মত স্বাধীনতো,
উড়বো আমি পাখির সাথে
ভাব করব শাখির সাথে
নাচবো আমি তাধিনতো।


ঘুরবো স্বাধীন বনের ছায়ায়
সবুজ সবুজ গাছের মায়ায়
বন্য পরিবেশে,
আমার নিবে বুকে টেনে
মানুষ আমি তবুও জেনে
রূপেরপরী হেসে।