গাছ মানুষের বন্ধু
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


গাছের পাতা ছিড়ছো কেনো
ভাঙছো কেনো ডালে
গাছ কারো কী ক্ষতি করে
দেখছো কোনো কালে?


আমরা টানি দূষিতগ্যাস
অক্সিজেন দেই বাঁচো,
গাছের শীতল ছায়ায় বসে
তাধিন তাধিন নাচো।


পরিবেশটা ঠাণ্ডা রাখি
আমরা লড়ি ঝড়ে,
গাছের মাথার উপর যতো
বজ্র তড়িত পড়ে।


আমরা গাছে খাদ্য যোগাই
গাছ জ্বালিয়ে রাধে,
গাছের শরীর দিয়ে মানুষ
ঘর বাড়ি সব বাঁধে।


গাছের বংশ বাড়াও সবাই
লাগাও চারার সারি,
ঝড় তুফানের বৈরীবাতাস
হবে নাকো ভারী।


গাছ মানুষের আসল বন্ধু
মানুষ যদি জানতো,
তবে কী আর দস্যিবালক
গাছের পাতা টানতো?