নীলের হাটে উদোম মাঠে
হিমের বুড়ি সাতার কাটে
সাতার কাটে ঘাসের মাথায়
পালংশাকের সবুজ পাতায়


উড়াল শীতের মরাল ডানা
ভীতি ভীতি দূর অজানা
হাড় কাপুনে ভোরের বেলা
শিশির ফোটার ছন্দ খেলা


শিরশিরে হিম বাজায় তুড়ি
তেপান্তরে হাওড়জুড়ি
দিঘির জলে সবুজ গাঁয়ে
ইলিশ ধরার ডিঙে নায়ে।


ডিঙি নায়ের দক্ষমাঝি
শীতের সাথে লড়তে রাজি
বৈঠা হাতে পুলের বাঁকে
শীত দেখিলো ঝাকেঝাকে।


শীতের সাথে লড়তে গিয়ে
হাত-পা ছ্যাকে আগুন দিয়ে
উদোম উদোম রোদ্র মেখে
মাঝি পালায় শরীর ঢেকে।