আমন মাঠে সোনার ফসল দুলছে অহর্নিশ,
ইঁদুর কাটে শিষ।
কাটছে শিষ আর কাটছে কুশি
ধান পাকলে ইঁদুর খুসি!


মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় যারা,
ইঁদুররে তুই তাদের কেনো করিস সর্বহারা?
ষোলকোটির অন্ন যারা যোগায় সোনার দেশে,
তাদের ক্ষতি করিসনেরে ইঁদুর সর্বনেশে।
সাবাড় করে দেরে ইঁদুর বস্তাভরা টাকায়
মাঠ ছেড়ে তুই যারে ভাই দালান কোটার ঢাকায়।
থাকার জায়গা ভালো পাবি
ভালো ভালো খাবার খাবি
ছোপায় বসে দেখতে পাবি দেশ বিদেশের নিউজ
করবি এসি ইউস!