একটা ঝিঁঝিঁ দুইটা ঝিঁঝিঁ
ঝিঁঝিঁ থাকে দারুণ বিজি
ঘাসের মাথায় নীলের হাটে
ঝিঁঝিঁরা সব সাতার কাটে।


ঝিঁঝিঁর মাথায় চোখের সারি
যায়না চেনা পুরুষ নারী
ঝিঁঝিঁর শরীর রঙে আঁকা
দুইটা থাকে স্বচ্ছ পাখা।


ঝিঁঝিঁ দাপায় মেঘের নিচে
খোকন ছোটে ঝিঁঝিঁর পিছে
ঝিঁঝিঁ ধরার কঠিন কামে
ক্লান্ত হয়ে শরীর ঘামে।


দুষ্টঝিঁঝিঁ চালাক চতুর
খোকার সময় করে ফতুর
হয়না পূরণ খোকার চাওয়া
খোকা ভোলে নাওয়া খাওয়া।