মিনারে বাজে আযানের সুর
হয়েছে রাতের তমসা দূর
জেগেছে বাগে কুসুম কলি
ছুটেছে ফুলে মধুর অলী
খোলরে তোরা দোর,


মসজিদে ছোটে মুমিন যতো
দিদারে খোদার সিজদারত
সুবহেসাদিকের ঠাণ্ডাবায়ু
শরীরে লাগা বাড়বে আয়ু
হয়েছে এবার ভোর,
খোলরে তোরা দোর।


তেলোয়াতে কুরআন ভোরের ক্ষণে
আনিবে তৃপ্তি হৃদয় মনে
আকাশে পালায় আঁধার কালো
ফুটেছে পূবে আশার আলো
কেটেছে কালির ঘোর,
খোলরে তোরা দো।