ধানে ধানে গানে গানে
বাঁজলো মাদল বাঁশি,
আমনধানের খড়ের গাঁদায়
এখন চাষা-চাষি।


খুশিখুশি মনের কূপে
জ্বলে চেরাগবাতি,
নাওয়া খাওয়া ভুলে চাষি
খড়ে মাতা-মাতি।


আমন খড়ে সাজে কৃষাণ
হাসির ঝিলিক ঠোঁটে,
ঘরে ঘরে তখন কেবল
নবান্ন ফুল ফোঁটে।


খড়েরগাঁদা চাষা চড়ে
কৃশাণ খোঁপায় ফুল,
যায় ছাঁপিয়ে কৃষক ভাইয়ের
মনেরই দুকূল।