কিশোরবেলার স্বপ্ন গুলো
আমারে দেয় গুতো,
মনের ভেলায় ভাসিয়ে তোলে
ঘুড়ি লাটাই সুঁতো।


জাগিয়ে তোলে নিত্যদিনে
দস্যি উদোমপনা,
রাতের বেলা আকাশটাতে
তারার সারি গোণা।


স্বপ্নগুলো উতলে ওঠে
কেমন যেন লাগে,
তখন কেবল সুরভি ছড়ায়
মনের গোলাপবাগে।


হাজার স্মৃতির দিনগুলোকে
ঢাকতে গিয়ে পাছে
আমার তারা ছাড়ে নাতো
টানে তাদের কাছে।


তাইতো আমি যাই হারিয়ে
হঠাৎ শুভক্ষণে,
পাখির কাছে ফুলের কাছে
মনের সন্তরণে।


ফুল-পাখিরা আমার পেয়ে
চড়ে নাগোরদোলা,
আমি তখন যাই হয়ে যাই
কেমন ভালা-ভোলা।


এমনি ভাবে চলতে থাকে
কিশোর বেলার ঢেউ,
আমার মাথায় ফুল গুজে দেয়
চুলের ভাঁজে কেউ।