কর্তবাবুর কুরবানি
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


গরুর গলায় মালা দিয়ে
সেলফি তোলে পালা দিয়ে
লৌকিকতার বাহবা লোটে
কর্তাবাবুর হাসি ঠোঁটে।


কর্তাবাবু কর্তা বটে
নেই ভীতি তার হৃদয় পটে
নিয়ত নেই তার খুলুসিত
গরুর টাকা কুলোশিত।


ফ্রিজ ভরার ক্রিজ খেলা
ঈদের দিনের সারা বেলা
সেই ফ্রিজে বছর জুড়ে
কুরবানীর চাঁদ বেড়ায় উড়ে।


ঈদের গেমে কর্তা ভীশন
নাম কিনে যায় এমনি ফি-সন।