কুরবানি


কর্তাবাবু ঘুষের টাকায়
কুরবানিতে গরু হাকায়
গলায় রঙিন মালা ঝুলায়
গর্বে বাবু বুকটা ফুলায়।


তাধিন তাধিন কদিন বাদে
ত্যাগমহিমার  নতুন চাঁদে
ঈদের দিনের সকাল বেলা
ফ্রিরিজ ভরা বাবুর খেলা।


প্রতিবেশি কারো বাড়ি
গোস্ত দেন না কানা কড়ি
বাবু একাই ভোগে সুখি
পায়না  অনাথ কাঙাল দুখি।


হাটের পশু কুরবানি হয়
মনের পশু জিন্দা,
বাবু প্রতি ঘৃণা এবং নিন্দা।