তাল সুপারি  গাছে গাছে
তপ্ত রোদে দুপুর নাচে
বৃষ্টি নামে দৃষ্টি কাড়া
পাতার বনে জাগে সাড়া
তখন দেয় যে হৃদয় নাড়া!


নদীর কূলে শুভ্রকাশে
ডুব সাতারে বুনো হাঁসে
ধানের ক্ষেতে হলুদ নদী
নোলক দোলায় নিরবধি
সোনার দেশে আজ অবধি!


হিমের চাদর আকাশজুড়ে
বাংলা জাগে খেজুর গুড়ে
শিশির মাখা মাঠের শোভা
দেখতে দারুণ মনলোভা
মন হয়ে যায় মুগ্ধ,বোবা!


ফুলের বনে ভ্রমর ছোটে
প্রজাপতির মিষ্টি ঠোঁটে
লাল সবুজের ভালোবাসা
রক্তে কেনা স্বপ্ন আশা
সাহস যোগায় হেসে হেসে
আমার সোনার বাংলাদেশে।