মেঘের চোখে বন্যা


মেঘলা আকাশ কদম ফুলের সুবাস মাখা
বাদল ঝরে থেমে থেমে ক্ষণে ক্ষণে;
কালো তুলির আছড় দিয়ে আকাশ আঁকা
মন উতালা কেয়া ফুলের শিহরণে।


রঙধনুটা সাতটি রঙে গগন গাঙে
লুকোচুরি ভলোবাসার অভিলাসে;
মন গহীনে ছন্দ নাচে নিরব ভাঙে
বৃষ্টি পড়ে সাড়া জাগে সবুজ ঘাসে।


কালোর সাথে হলুদ আভার আস্তরণে
মাথার পরে আকাশ নামে উপুড় হয়ে
পানকৌটিরা আহার খোঁজে  সন্তরণে
মাঠ ডুবেছে মেঘের চোখে বন্যা বয়ে।