দাদার নাকে বসলো মশা
চড় খেয়ে তার মরন দশা
পড়লো লুটে ভূঁইয়ে-
পরাণপাখি উড়াল দিলো
দেহখানা থুইয়ে।
নিথর মশার অসাঢ় দেহ
দেখতে এলো পিঁপড়া কেহ
প্রথম, একটা দুইটা তিনটা করে আসলো
একশ দুইশ তিনশ করে ঝাঁক বেঁধে সব হাসলো।
ঠ্যাঙ ধরলো ধরলো মাথা
মশার দেহ করলো যা তা
করলো অনেক কিছু-
মশার মুখে গোফের ফিসু
টানলো ধরে পিঁপড়া শিশু
টেনে টেনে আনলো ঘরে
শীতের খাবার সঞ্চয় করে।
খাবে মশার হালুয়া!
পিপড়া যুবক কালুয়া।