মুক্তিযুদ্ধের রক্ত ঋণে


পাক হানাদার করলো হরণ
নায্য দাবি নায্য কথা
অধিকার আর স্বাধীনতা;
দেশের নিশান প্রাণে কেনা-
টুকটুকে লাল রক্তবরণ!


সেই হানাদার অস্ত্র হাতে
মারলো মানুষ নির্বিচারে
পাষবিক সেই অত্যাচারে;
প্রাণঘাতি যুদ্ধ হলো-
নয়টি মাসে তাদের সাথে!


ওতপাতানো শত্রুঘাটি
আগুনঝরা সে সব দিনে
স্বাধীন হলো এদেশ মাটি
মুক্তিযুদ্ধের রক্ত ঋণে।