নবান্ন উৎসব


অগ্রহায়ণের আজ রঙিলা  দিন
সোনার ধানে উঠছে ভরে মন
ধানে ধানে বাজনা বাজে বীণ
মাঠের শোভা হলুদে অঙ্কন ;


নতুন ধানের গন্ধ সুনির্মল
প্রকৃতিতে ঠাণ্ডা বাতাস ধায়
শিশির মাখা ভানুর অস্তাচল
ধানের উৎসব বাড়ির আঙিনায়।


রঙিন হয়ে মাঠের প্রান্তর
নীল ছুঁয়ে যায় স্বপ্ন ডানা চিল
হিমের চাদর জড়ায় তেপান্তর
আজ নবান্ন উৎসবে বর্ণিল।


শালিক টিয়ের কণ্ঠে বাজে গান
অগ্রহায়ণের দৃশ্য অনিমেষ
বাঁশের বনে সুরের ঐক্যতান
সেতো আমার সোনার বাংলাদেশ।