নিখুঁত তুলির আচড় দিয়ে
আঁকা সোনার দেশ,
অগ্রাহায়ণে সোনালি তার
মাঠের পরিবেশ।


আইলজুড়ে কলমিলতার
সজিব সাদা ফুল,
তেপান্তরে দৃষ্টি সুদূর
নড়ে না একচুল।


নতুন ধানের গন্ধভরা
মাঠের সিমানায়,
কণ্ঠসুরে টিয়েপাখি
রঙিন ঠোঁটে গায়।


হালকা শীতে নবান্নতে
জেগে ওঠে গাঁ,
আইল দিয়ে হাটতে গেলে
শিশির ধোঁয়ায় পা।


চাষার মুখে গানের কলি
গর্বে ভরে বুক,
অনেক ত্যাগে পরম পাওয়া
নতুন ধানের সুখ।