ঝুমোর ঝুমোর নুপুর বাজে
খুকুমনির ঘোমটা সাজে
ভরদুপুরে বরইতলে
খুকু খুকু মানিক জ্বলে।


আধখানা সেই জরিন শাড়ী
তাই জড়িয়ে মাতায় বাড়ী
কচিমুখের কথার ফাঁকে
বরইপাতা তাকায় থাকে।


খুকুমনির  নরম হাতে
পেচের চুড়ি মানায় তাতে
আলতা রাঙা পায়ের কাছে
তাধিন তাধিন আকাশ নাচে।


আলো ছায়া রোদের খেলা
রোদ মেখে সে কাটায় বেলা
কাটায় সময় পুতুল খেলে
নানান ঢঙে হেলেদুলে।


খুকুর হাসি হিরেমতি
জোসনাচাঁদে থমকে গতি
সবাই খুশি খুকু পেয়ে
খুকু না সে পরির মেয়ে!