রবীন্দ্র


তোমার স্মরণ মাঠ ভাসানো শ্রাবণ জলে
অর্ঘঢালি কবি তোমার চরণ তলে
জোড়াসাঁকোর রবী তুমি বিশ্ব কবি
লেখিয়েদের হৃদয় জুড়ে তোমার ছবি।


গল্প নাটক উপন্যাসের পাতায় পাতায়
অমর হয়ে আছো তুমি বিশ্ব খাতায়
তুমি আছো ফুলের বোঁটায় পাতার ফাঁকে
তোমার ছবি আকাশ গায়ে মেঘে আঁকে।


বাইশ তারিখ বাজাও তুড়ি কল্পনাতে
শিলাইদহের দেয়াল জুড়ে আল্পনাতে
তোমার চিহ্ন আজো আছে শাজাদপুরে
রবীন্দ্র বেঁচে থাকো গানের সুরে।