শোকের ভারে নিসর্গটা চুপ
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


শ্রাবণ মেঘে কান্না ঝরে শোক
চোখ ছলছল উৎকন্ঠার দিন;
আগষ্টমানে ব্যথার উপভোগ
কে শুধবেরে বঙ্গবন্ধুর ঝণ?  


বুলেট দিয়ে ঘাতক ঝরায় খুন
লুটায় আমার সিংহশার্দূল নর;
রক্ত শিরায় দ্রোহের আগুন
বুকজুড়ে তাই ব্যথার বালু চর।


চোখের কোণায় বৃষ্টি নামে খুব
ফুলের হাসি বিলীন হয়ে যায়;
শোকের ভারে নিসর্গটা চুপ
এখনো তো বৈরী বাতাস ধায়!