সকল আশায় চিড়
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


লকডাউনে অভাব নিয়ে
বন্যপশুর স্বভাব নিয়ে
দিন কেটে যায় দিন
বাড়ছে কেবল ঋণ।


ঋণ দিবে কে দিনে দিনে
শোধ হবে না বিচে-কিনে
স্বপ্ন আশা ক্ষীণ,
কী ঘটালো চিন?


গরুর মতো ঠুসি মুখে
মরছে ঘরে ধুকেধুকে
সঙ্গ ছাড়া সব,
হারাচ্ছে বৈভব।


বুকে এখন বুক মেশে না
কেউ কারোতো পাশ ঘেশে না
সকল আশায় চিড়,
যমদূতেদের ভিড়।