শরত এলে
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


চিকচিকে রোদ স্বচ্ছ আকাশ
শরত ঋতুর কাল,
নদীর বুকে রঙ বেরঙের
নায়ে ওড়ে পাল।


হঠাৎ মেঘে আকাশ ঢাকে
সূর্য লুকায় মুখ,
রোদ হারিয়ে বৃষ্টি নামে
মোচড় মারে বুক।


খানিক পরে যায় যে দেখা
উদার আকাশ নীল,
বুকের ভিতর ওড়ে তখন
স্বপ্ন ডানা চিল।


হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর
হঠাৎ মেঘে ধায়,
শরত এলে কখন কীযে
বুঝে ওঠা দায়।