কেন আমায় এত কষ্ট দাও অপমিকা,
ধূলা-বালি মিশ্রিত এই শহরের কোলাহল
আমার বিষাদময় নিঃসৃত বানী কি পৌঁছে
তোমার সুন্দর শহরটায়?


অপমিকা:-
আর কত কষ্ট দিবে আমায়,
আমার কান্নার আওয়াজ কি মনেপড়ে না তোমার,
এ কেমন মন তোমার?


অপমিকা:-
তুমি ত বেশ ভালই আছো,
এখন তুমি অনেক ব্যস্ত
এই সময় কি আর মনে পড়ে আমায়।


আমি ত---
তোমার অপেক্ষায় এখনো চেয়ে থাকি সেই
পথটায়,,,,
যে পথটার দ্বারে পুরোনো শিমুল গাছটার তলে,
ভর-দুপুরে দেখা হত দুজন দু'জনার। "


আর কত কষ্ট দিবা তুমি?
যতটা চিতার অনলকেও হার মানায়,
নিষ্পেষিত হচ্ছি বারংবার।
আমার দেহ-মন- আত্মা হাহাকার
নিঃসঙ্গ জড়ঝড়িত আমি,
পাগলের আচরণ টাই করে থাকি প্রতিনিয়ত।


আর কত কষ্ট দিবা আমায়?


#উৎসর্গ আমার প্রিয় অনামিকা!!!