তুমি একদিন এসো!
চিরহরিতের এই সমারোহে তুমার ছায়া দেখিতে চাই,
তুমি একদিন আসো!
এই সবুজের বুকে লাল শাড়ি আর চুলে বেণী করে।
তুমি একদিন এসো হে মোর প্রিয়তমা।


তুমি আসিও সখী,
কোনো এক বিকেলে নদীর ধারে বসে বসে
টুক টুকে লাল সূর্যাস্ত দেখিবো তোমার হাত ধরে।
তুমি আসিও সেদিন:-
ওই যে তুমার নীল শাড়ি আর রেশমি চুড়ি গুলো পরে।


তুমি আসিও কোনো একদিন,
যখন আকাশ নিকষ কালো রূপে,
মেঘের বার্তা বহিবে
সমিরণের গতি;
প্রবল থেকে প্রবল তর হবে,
তুমার খোলা চুলের গ্রাণ নিবো,
আর সাথে বৃষ্টি বিলাস করে।
তুমি আসিও সখী সে দিনটির
অপেক্ষা করে।