জীবনটা যে একটি কলমে ।
চেয় দেখ সর্বএে ।
কলম দিয়েই খাচ্ছে মানুষ,
কলম দিয়েই পরছে ।
পৃথিবীটা  যে কলমে জানে না মানুষ ।
কলম বিচার কর বাঁচবে না মরবে ।
তারোয়ালের চেয়ে শতগুণ
ধারালো  কলম যে ।
দোষী হয় সাজা প্রাপ্ত কলমের দ্বারা যে।
হয়েছেন রবি যে বিশ্বকবি কলমের দ্বারা।
কলম ধরতে শিখলে সবকিছু পাওয়া যাবে।