কী যে সুখ আর শোক গীত বাজিল করতালে।
কারো চোখে জল আর কেউ উল্লাসে মাতে।
কারো ঝোটে না রুটি কেউ আবার আমোদ করে খায় ।
কোন কাসরে ঘন্টা বাজিল কেউ কি তা জানে।
কেউ পারে না মুখ খুলতে  লজ্জার বাধঁ ভাঙ্গে না ।
কেউ ভাই বোকা মরে করোনা কী বুজে না।
শান্ত চারিদিক সত্যি তবে কান পেতে শুনো কার আর্তনাদ ভাসছে বাতাসে।
এ কেউ নয় গো কেন এক অনাহারিত মায়ের শিশু হবে।
ওরে ও সামর্থবান তোমার কী টনক নড়ে না।
কত মায়ের বুক খালি ক্ষুধার জালাতনে।
কী যে হিংস্রলীলা -কে পারে থামাতে এ অবলীলা ।
থামবে এক দিন হবে শান্ত তুমি ।
দীপ্তিমান সূর্য দেখো আকাশে উঠেছে ।
ঘন অন্ধকার কাটবে,কাটবে এই দুঃসময় ।
আমি তুমি সবাই ফিরবো নতুন পরিবেশে।