দিগন্তে ডুবিয়াছে সূর্য উদিত হবে আবার।
শান্ত মানব শান্ত পরিবেশ শান্ত এপার ও পার ।
চারিদিকে গুজবের সমাগম ।
কে বাঁচিবে কে মরিবে গুনচে দিন পহার ।
আজি মানুষ মানুষের পাশে তবু কেন বন্ধ হাতে হাত মিলানো ।
আজি একি বিপদে আতঙ্কিত জাতি ।
মারে না কেউ কারো পেটে লাতি ।
নিজে  ঘোড়ার লাগাম ধরছে ।
সামর্থ বান সাহায্য করছে ।
আজ ফুটিল ভবনে ফুল ,
করে অনেক ভুল ।
মনুষত্ব্য ছড়িয়েছে চারিদিকে ।
অর্থ আর ডাল-ভাত দিয়ে করছে সবাই সাহায্য সবাইকে।।।
মহৎ হওয়ার ভান কর  না এখন ।
নিত্য সঙ্গি তোমার-মরণ ।
আপন বাচঁলে বেটা বাপের নাম