কোরবানির ঈদ
— বাহা উদ্দিন
রক্তে রাঙা ভোরের আলো,
আসে ঈদের শুভ সাজ,
আত্মোৎসর্গ, ত্যাগের গল্প
গাঁথে একেক জীবনের সাজ।
ইব্রাহিমের নিঃশব্দ আহ্বান,
ইসমাইলের চোখের ভাষা,
ভক্তির এক অমর নিদর্শন,
আজও বাজে অন্তরে আশা।
কোরবানির হাটে প্রাণের ভিড়,
নজর রাখে শিশু, বৃদ্ধ, তরুণ,
প্রেমের সাথে জড়ায় বাধন,
বলে, “এই তো আমার অর্পণ!”
মাংস ভাগ হয়, হাসি ছড়ায়,
পড়শির ঘরেও আসে ঈদ,
ভবিষ্যতের ভাতৃত্ব গড়ে
ত্যাগেই লুকিয়ে ঈদের চিত্ত।
নারীর টানে গ্রামে ফিরে
হাসে শিশুরা খিলখিল,
নামাজ শেষে করমর্দনে
মুছে যায় যত হৃদয়-হিল।
তাইতো কোরবানি মানে শুধু
নয় পশু বিলিয়ে দেওয়া,
ত্যাগের মাঝে খুঁজে পাওয়া
আত্মার সত্য, ভালোবাসা।