রোদটা যেন মাথায় উঠে,
আগুন ঝরায় চোখে,
ঘাম ঝরে বৃষ্টির মতো,
হাঁটতে যায় শোকের শকে!
পাখা ঘোরে, বিদ্যুৎ যায় —
কী যে কষ্ট বাঁচা,
ফ্রিজের পানি নিঃশেষ এখন,
বাঁচি শুধু আচ্ছা!

চুলার পাশে যেতেই গায়ে,
আগুন লাগে যেন,
মুড়ি খেয়ে দুপুর কাটাই,
রান্না করবো কেনা?
রাস্তায় বেরোলে দেখি,
সবার মুখে দুঃখ,
জল কিনতে ছুটছে লোক,
মুখে হয়ে শুকনো!

আকাশ পুড়ে তামা রঙের,
বাতাস থেমে গেছে,
ছোট্ট শিশুও খুঁজছে ছায়া,
পুকুর ধারে গিয়ে।
আয়রে বরষা, একটু ভিজা ,
শান্তি আনো তুমি,
এই গরমে ভাজা প্রাণ,
চাই শুধু একটু জুঁই!

সমাপ্ত