সবার মুখে একটি কথা,
  আগের মতো নাই।
       আগের মতো জীবনযাপন,
            কেউ কি এখন চাই?


আগে চলতো  গরুর গাড়ি,
    এখন চলছে  "Volvo"
        ঢাকা শহর যেতে কেউ কী?
            পায়ে হেঁটে চলবো?


গাঁয়ের বধু আনতে পানি,
   কলসি নিয়ে ঘাঁটে,
       পানি শূন্য ট্যাংকি দেখে,
            বধু হাজির হাঁটে।


কৃষক শ্রমিক ধান কাটতো,
  কোমরে গামছা বেঁধে।
      মা-খালারা নিয়ে যেতো,
          ভাত তরকারি রেঁধে।


আগে ছিলো গ্রাম বাংলায়,
    চালের টিনের ঘর।
        এখন সবি পাল্টে হচ্ছে,
            শহর আর নগর।


আগে ছিলো মক্তব শিক্ষা,
    দ্বীন শিক্ষার মূল।
       এখন বলে ধর্ম শিখলে,
            জগতে পাবেনা কূল!!!