চুপ হয়ে যান,চুপ হয়ে যান,
বলিয়েন না কথা,
চুপ থাকিলে নাজাত মিলে
কমে মনের ব্যাথা।


চুপ হয়ে যান,চুপ হয়ে যান
ঝগড়া বন্ধ হবে,
চুপ থাকিলে নাজাত মিলে
সফল হবেন তবে।


চুপ হয়ে যান,চুপ হয়ে যান,
দিয়েননাক গালি,
চুপ থাকিলে নাজাত মিলে,
বন্ধ দলাদলি।


চুপ হয়ে যান,চুপ হয়ে যান,
জালিম হবে ক্লান্ত,
চুপ থাকিলে নাজাত মিলে,
থাকুন সদা শান্ত।


চুপ হয়ে যান,চুপ হয়ে যান,
জালিম পাবে শাস্তি,
চুপ থাকিলে নাজাত মিলে,
মাজলুম পায় স্বস্তি।


চুপ থাকিবেন থাকার স্থানে
সব জায়গায় নয়,
কিছু জায়গায় চুপ থাকিলে,
মুনাফিক তারে কয়!