শান্তির খোঁজে আস সবাই,
"দ্বীনের" পতাকা তলে ,
ইসলাম ধর্ম-ই, সার্বজনীন,
     শান্তির কথা বলে।


আকাশ-জমিনে যা কিছু আছে,
    "রব" মেনেছে সবে।
সৃষ্টির সেরা মাখলুক  তুমি,
     শির  নুয়াবে  কবে?


স্বাধীন চিন্তা ,চেতনা দিয়ে,
  দিয়েছেন তিনি আ'কল।
সত্য পথের খোঁজ না-করে,
    খুঁজে নিচ্ছ নকল !!!


  মহাবিশ্বে যা কিছু আছে,
   মানছে "রবের" আইন ,
শান্তির খোঁজে গ্রহণ করছ!
    কুফরী নীতির লাইন ?


যে "রব" তোমায় সৃষ্টি করলো,
       "তাঁকেই" খুঁজে নাও।
  সিজদায় লুটিয়ে পড়ে,
     "তাঁর" গুণগান গাও।