আমরা মালিক আইন-কানুনের ,,,করিনা কোন পরোয়া।
তাইত মালিক,চলনে বলনে,,,সীমাহীন বে-পরোয়া।


আইন আদালত বানাই মোরা ,,,আমরাই মালিক মাঝি।
স্থান,কাল,আর পাত্র-ভেদে,,,নিজেরাই হাজী-কাজী।


মালিক বলেই আইনের-ঊর্ধ্বে,,,চেয়ারে আছি বসে।
চাকর বাকর রুলস্- ভাঙ্গলে,,,সাজা দেবো   কষে।


মালিক শ্রেণী সম্পদ-আর,,,অর্থের করে বড়াই।
কবরে ঢোকার আগেও-তাদের,,,চলবে তুমুল লড়াই।


মালিক "আমি" চাকর তুমি!!! ফরক্ বুঝতে হবে।          
"মালিক" হলেও "সবাই"মানুষ,,,আকল্ হবে কবে?