কেয়ামতের দিন কিছু-
        লোকের,
চেহারায় থাকবে আলো।
"ওয়াজহুন" দেখেই বুঝা-
             যাবে,
আলামত তাঁদের ভালো।


যাদের চেহারা বিচার-
            দিবসে,
থাকবে ভীষণ কালো!
আলামত,' বলবে কথা,
          "তাদের",
আমল ছিলোনা ভালো!


যাদের চেহারা কালো -
       থাকবে,
তাদের, প্রশ্ন করা-?
            হবে ।
ইমান আনার পরেও-কি-
         তোমরা?
কুফরী করেছ " রবে "?


ইমান এনেও কুফরী-
         নীতি -
তোমরা করেছ গ্রহণ!!!
অস্বীকার করেছ নাজ-
        নিয়ামত,
আগুনেই হও, দহন!