আল-আম্বিয়া:আয়াত: ১
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَ هُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَۚ
মানুষের হিসেব-নিকেশের সময় কাছে এসে গেছে, অথচ সে গাফলতির মধ্যে মুখ ফিরিয়ে নিয়ে আছে।
কাল আসিবে নূতন বছর,খুশির নাহি শেষ।
দুঃখ কষ্ট হাসি কান্নার,কাটেনি এখনো রেশ।


সকাল দুপুর জন্মরে ভাই,মরণ বিকাল রাতে।
কতো শত হাজার মানুষ,কবর দিলাম হাতে।


চলে গেলো কতো মায়ের,নাড়ি ছেঁড়া ধন।
ঢুকরে কেঁদে নয়ন জলে,কাঁদে মায়ের মন।


দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া,দাম যে ছিলো সব।
পৌঁছেনিতো কর্ণে তাদের,গরিব দুঃখীদের রব।
(আওয়াজ)
চওড়া মূল্যে জ্বালানি তেলে,চলছে শত গাড়ি।
অসহায়ত্বের বোঝা বয়ে, যাচ্ছে মানুষ বাড়ি।


কতো  লক্ষ বেকার ছেলে, চাকরি বাকরি খোঁজে।
শিক্ষিত হয়ে বেকার ঘোরার , কষ্ট  তাঁরাই বোঝে।


হাজার দুঃখ কষ্টের কথা,ভুলবো কেমন করে।
বছর আসবে বছর যাবে,মুমিন "রব্"এর তরে।