গাছের ডালে বাসা বোনে,
ছোট্ট পাখি 🐦 টুনটুনি।
স্রষ্টার সৃষ্টি কত সুন্দর,
পাখির মুখে গান শুনি।


বাসা বোনার কর্ম কৌশল,
কে শেখালো তাকে?
ডিম ফুটিয়ে বাচ্চা আনার,
জ্ঞান দিলো মাকে?


অর্থ বিত্ত নাইকো তাদের,
নেইতো বাজার হাট।
রিজিক খুঁজে আনতে তারা,
উড়াল দেয় শত মাঠ।


একের খাবার অন্য কেহ,
নাহি কেড়ে নেয়।
খাবার খুঁজে এনে তারা,
বাচ্চার মুখে দেয়।


আমরা মানুষ সৃষ্টির সেরা,
জীব হয়ে কী করছি?
খাবার আনতে নিত্যদিন ই,
মারছি কিংবা মরছি।