আল-আরাফ:আয়াত:৫৪.
জেনে রাখো ,সৃষ্টি তাঁরই এবং নির্দেশ ও তাঁরই।
اَلَا لَهُ الْخَلْقُ وَ الْاَمْرُ:
(১)মুক্ত আকাশ ঘুরে-
     বেড়ায়,
     হাজার লক্ষ পাখি।
     দেখনা চেয়ে ওহে-
     মুমিন,
     খুলে দুটো আঁখি।
(২)ডানার ভরে উড়ছে-
     পাখি,
     গাইছে "রবের" গান।
     তার কোলাহল দিচ্ছে -
     প্রমাণ,
     "মহান রবের" শান"।
(৩)"খোদার" হুকুম চলছে-
     মেনে,
     করছে জীবন পার।
     "শ্রষ্ট্রার" তরে ভরসা-
     করে,
     আইন ও মানে"তাঁর" ।
(৪)আইন-আদালত নিয়ে-
     তাদের,
     নেইতো কোনো দ্বন্দ্ব।
     অধিকারের প্রশ্নে-
    "রবকে",
    করেনা গাল মন্দ।
(৫)সৃষ্টির সেরা মাখলুক-
     মানুষ,
     বিধান মানছি কার?
     আমলনামার সকল-
     হিসেব,
     দিতেই হবে পরপার।