ভাসিয়ে নামিয়ে আনি, এক ঝাঁক স্মৃতি-
ক্ষতস্থানে তোমার স্পর্শের প্রলেপ মেখে রেখেছি।
বৃষ্টি অঝোরে ঝরে, শুকনো অথচ মনের মাটি।


শব্দ মনের ঘোরে প্রজাপতি,
পাখা মেলে, বিহ্বল শরীরের আলোর রশ্মি!
ভেঙেছিলাম সেদিন তোমার বুকের খাঁচায়,
দাঁড়িয়েছিলাম শ্রাবণের মেঘে, নগ্ন তোমার কবিতা লেখার খাতায়।
ভিজিয়েছিল পাতা, চিবুক উঠিয়ে দেখলে তুমি,
আধবোজা চোখের পাতায়, তোমার মনের প্রতিচ্ছবি।


রাত বৃষ্টিতে ঝরে পড়ে হালকা,
উন্মাদনায় মেঘের আড়ালে ভোর, তোমার পাবে আভা!
খেলে যাও আলো আঁধারের খেলা-
তোমার মুখের  কানায় কানায়, পূর্ণ প্রানের স্পন্দনে ভরা।


তুমি চলে গেছ, সেই কবে-
বৃষ্টি থামারও সেই অনেক বছর হবে!
তবুও তোমার আশায়, বৈশাখী দহন,
পুড়ে যাওয়া মন,আগুন গিলে বেঁচে আছে।


যেমন হারিয়েছে নদী, নিজের পাহাড়ের বাড়ি,  ঠিকানা হারিয়ে পথে, তোমার খোঁজে শেষ সীমায় দাঁড়িয়ে আছি।
প্রেম এসে মেশে আমার মনের মোহনার জলের রঙ সোনালী।


ঘুমভাঙা চোখগুলো, শুকতারার কাছে স্বপ্নের গল্প করে-
কিছু পরেই আমার প্রেম- পাহাড়ের কোল থেকে উঁচু করবে মাথা, একরাশ গর্ব নিয়ে দাঁড়ানো সূর্যপ্রেমিকা।
===============================