ভরসা ছিল ঐ নির্ভর নির্জনতায়,
পুড়িয়েছি মনকে অন্ধকারে,কান্না অসহায়।
ঠাঁই তো ঘাটে , হারানো চিরদিনের ইতিহাস-
দ'লে যায় অনুরাগ - নিস্তব্ধতা করেছে গ্রাস।


আসছে নাটুকে সময়, একের পর এক ভূমিকা,
পদ্মের খোলসে, পিপাসায় মঞ্চে আমি, তুমি একা।
বেরিয়ে পরেছি খোঁজে, তোমার বুকের ওমে,
  দীনতায়, হীনতায় পুড়তে দিও তীব্র সপ্তমে!


মন্ত্র কলমের, মুঠোর রুমালের ভাঁজে-
কথা নিংড়ে, নতুন লেখা সাজে !
মিশে দেখবো এবার আকাশের লালে,
মিশে যাবো এক সাথে অস্তকালে।


***************************************