তিব্বত পাহাড়, পাষাণ
             বুক বরফে ঢাকা;
অনাদরে অভিমানে, দাঁড়ানো
                       নিথর, নিশ্চুপ,একা!


তির্যক নীল, সবুজের
              মাঝে হারানো উষ্ণতা,
নিশ্চল, নির্লিপ্ত, নির্মেদ
               আবেগ শূন্য, জড়তা!


কত শত কৃত্রিম
               দম্ভ, দমবন্ধ আড়ষ্টতা,
জীর্ণ খণ্ডিত মনে-
              সূর্যোদয়ের সোনালি স্পর্শকাতরতা!
            
অন্তিম তীর্থ- নিঃশেষ
               দুঃসহ একাকীত্বের যন্ত্রণা।
দুঃসাহসিক অভিযানকারীরা,
              পেয়েছে অস্তিত্বের ঠিকানা!
=============================