বশীভূত নামের সম্পর্ক ,
              আহত করছে প্রতিটি সময়,
অতিথি স্পর্শের অনুভূতি,
               মৌনতা মনের হয়েছে অক্ষয় !


অলীক সুখের প্রতিবন্ধক,
                চিন্তায় ভরা, শুকনো জলাশয়।
ক্ষণিকের মিলন উৎসব ,
                বাকি চির শূন্যতার জয়!


প্রচলিত জীবনের নিয়ম,
               মেনে নিয়ে জন্ম শুরু-
শেষে সমস্ত অসাড়,
          আড়ম্বরের দেখো যুগল ভুরু!


অর্থহীন টকটকে আলো-
            সন্দেহের মেঘ চারপাশে, পুরু!
গভীর প্রেম চিরসত্য-
             স্বকীয় মহিমায় শ্রেষ্ঠ গুরু!


বয়ে যায় যদিও
       জীবনের স্রোতে, কলঙ্কিত নদী
নিজের অজান্তে ধীরে
            মনকে ভুলে, হয়েছি বাঁদী।


জীর্ণ ঘোর কেটে,
          ফিরে আসবে সৃষ্টির আদি!
প্রেমের স্পর্শে গড়বে
         পৃথিবী, বিশ্বাসের নিশ্বাসে আবাদী।


        
=============================