'ভালো আছো', কথাটা শুনেছি তুমি সবাইকে বল-
তোমার 'ভালো আছো', শুধুই যদি আমার জন্য হত !
আমাকে চারদিকে, 'ভালো আছো' বলার মত অনেকে আছে-


কিন্তু তোমার এই 'ভালো আছো' কে ঘিরে
আকাশ ভর্তি রোদ্দুর আড়মোড়া আছে!


যখন সবাই উড়ে ঘুরে, তোমার 'ভালো আছো' মাটির সাথে আমাকে আঁকড়ে রাখে।


মিষ্টি জোছনা মাখা  তোমার 'ভালো আছো' ফেনিল জোয়ারে, মনে স্বপ্ন আনে।


ঠাণ্ডা বরফের পাহাড়ে তোমার 'ভালো আছো', একটি নীল ফুল ফুটিয়ে হাসে, আকাশ দেখে।


কাঁটা তারের সীমান্তে তোমার 'ভালো আছো', জীবন সীমার মধ্যে অসীম সন্ধান করে।


ধুলো চাটা অবসন্ন শরীরে- তোমার 'ভালো আছো' শেষ মুক্তি দেয় আকাশ, মাটির স্পর্শে।
'ভালো আছো', কথাটা শুনেছি তুমি সবাইকে বল-
'ভালো আছো', কথাটা শুধুই যদি আমার জন্য হত।


চাও যদি অম্লান সুধা 'ভালো আছো' বলে, দিতে পারি দুহাতে নিজেকে লুটিয়ে, এসো কাছে যখন করবো শেষ যাত্রা।


স্পন্দনহীন, নিথরতায় আমার কানের পাশে বলে যেও-
'ভালো আছো'! বন্ধ নীল ঠোঁটের কোন ঘেঁষে, একটু প্রশান্তি দেখে নিও।
===============================