ভালো বা মন্দের ওপারে,
সবুজ ঘাসের আল ধরে,
ফড়িং ধরা দুপুর নাচে!
স্বপ্ন আমার ঝরাপাতার অনুভূতিতে,
এখনো বেঁচে আছে !
সময়ের সলতে, এক, দুই- পলের হিসাব, বাতি জ্বালিয়ে করে;
অপেক্ষায় চোখের জল ঝরে!


রাত ওই ঘাসে নেমে আসবে,
এসে, শোনাবে- কতটা ভালোবাসে সে আলো;
ধূসরতার চাদর জড়িয়ে ধরে -
তাই তো সে কালো!


ঘাস বলবে ওমা সেকি-
"ওই চকচকে সোনা ঝড়ানো পিন্ডকে বিশ্রাম দেবে, আর নিজে জন্মের মত ওমন অদৃশ্য হয়ে থাকবে?"


রাত বলে- "আমার প্রতিটি রন্ধ্রে ,তার মায়ার স্পর্শ লেগে আছে, আমার শরীর তাই ছায়াবিহীন-
দৃশ্যতে তাঁর, আমার সত্বা বিলীন।"


ঘাসের বুক কাঁপে রাতের জন্যে - "যদি পাছে লোকে কিছু বলে? হয় না তোমার ভয়?"


রাত বলে-"ওই কলঙ্ক, ভয়,অবিশ্বাস, হতাশা,দুঃখ, সুখের ওপারে, রোজ আমাদের একই পারাবারে ভোরে দেখা হয়....."
**************************************