দেখবে আমাকে দুচোখ ভরে,
তাই তো আমি সবকিছু ছেড়ে,
বসে আছি, সাত রাঙা স্বপ্ন সাজিয়ে,
কেউ অপেক্ষা করে না, তা জানিয়ে-
চলে যায় আকাশ, রাতের পথে হেঁটে!
বিষভরা নীলপদ্ম তাই, ঐ কালো দিঘিতে ফোঁটে!


দিগন্তরেখায় উদ্ভ্রান্তের মত, যাই ছুটে-
বেঁধে রাখতে চাই সময়কে- মোহ যায় টুটে।
আমায় ফিরিয়ে দিতে পারো তুমি-
গ্রহণ করার অযোগ্য যে, তাও জানি!
সেদিনও তোমায় চাইবো, তারাদের ভীড়ে-
আমি যে থাকতে চাই, বিষাদে ঘিরে!


মৌনতার আছে- কত শত শব্দ, ছন্দ মাধুরী;
যা তোমার জন্য- সেই শব্দগুলি অপূর্ব সুন্দরী।
দুটি শব্দ বেছে নিয়ে বলি- বেঁধেছি
লুকিয়ে মনে, একটি ঐশ্বর্যহীন কুটির- রেখেছি
অনন্ত কালের জন্য একটি শব্দ অনবদ্য-
যা যুগ যুগান্তরে পৃথিবীকে করেছে ধন্য।


স্বীকারোক্তি  আমার-  ভালোবেসেছি ,
উন্মুক্ততাতে- ভালোবাসাকে মেনেছি-
ভালোবাসাকে- সম্পর্কহীনতায় জড়িয়েছি।
আশা, নিরাশায় ভালোবাসাকে পাশে রেখেছি।
আজ আলোর জেল্লায়, রাতের আঁধারে- একাকী!
আশার খেলাঘরে বাতি জ্বালিয়ে- তোমাকে দেখি !
=================================